বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ১৯৫৩ সালের মে মাসে ফরিদপুর জেলার মধুখালি উপজেলায় সালামতপুর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মুন্সী মেহেদী হোসেন এবং মাতার নাম মোসা: মফিদুন্নেসা। ১৯৬৩ সালে তৎকালনি ৮ম ইপিআর,বর্তমান বাংলাদেশ রাইফেলস এ যোগদান করেন। মুক্তিযুদ্ধেও তিনি ৮ম ইস্টবেঙ্গর রেজিমেন্টে যুক্ত হন এবং যুদ্ধ করেন। ১৯৭১ সালের ৮ই এপ্রিল রাঙ্গামাটি মহালছড়ি নৌপথে পাকিস্থানী বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হন এবং নিজের মেশিনগানের আঘাতে শত্রুপক্ষের দুই প্লাটুন সৈন্য ধ্বংস করেন। প্রবল গোলাবর্ষনেও তিনি নিজের অবস্থানে স্থির ছিলেন। কিন্তু হানাদার বাহিনীর মর্টার তাদের অবস্থানে আঘাত করলে তিনি শাহাদাৎ বরন করেন। তার এই আত্মত্যাগের জন্য তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভুষিত করা হয়।
তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্দোগে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়এবং বীরশ্রেষ্ঠর মাতা মোসা: মফিদুন্নেসা এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। লে. জেনারেল (অব:) মীর শওকত আলী জাদুঘরটি উদ্বোধন করেন। স্থানীয় ৫৬ জন ব্যক্তি জাদুঘর স্থাপনের জন্য জায়গা দান কনের।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS