Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ফরিদপুর চিনিকলে আখ মাড়াই শুরু
Details

৪২৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ফরিদপুর চিনিকলে ২০১৯-২০২০ অর্থ বছরের আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের এমপি মো. মনজুর হোসেন বুলবুল।

এর আগে কারখানা প্রাঙ্গণে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শরিফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

 
 

এ সময় মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, জেলা পরিষদ সদস্য আহসানুজ্জামান আজাউল, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মনোজ সাহা, ডায়াবেটিক সমিতির সভাপতি আবু সাঈদ মিয়া, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ চিনি কলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আখচাষীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, চলতি ২০১৯-২০২০ মাড়াই মৌসুমে ৭৭ কার্য দিবসে মোট ৭৮ হাজার টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭.৫ ভাগ।

গত ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমে মিলটি ১০৩ কার্য দিবসে ১ লাখ ৮ হাজার ৪২৩ টন আখ মাড়াই করে ৮ হাজার ১৩১ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চিনি আহরণের হার ধরা হয়েছিল শতকরা ৭.৫ ভাগ।

Images
Attachments
Publish Date
06/12/2019
Archieve Date
30/01/2020