মধুখালীতে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার শেষ দিন শনিবার রাত ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ ইকবাল হাসানের সঞ্চালনায় বর্তমান সরকারের উন্নয়নকে জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনজুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাশেম শেখ প্রমুখ। আলোচনা শেষে রাতে উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরার নানা মাহাবুবুল আলম ও নাতি ফাইজার রহমান মানি গম্ভীরা পরিবেশন করে দর্শক মাতিয়ে তোলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS