Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করুন: https://www.upension.gov.bd


এক নজরে মধুখালী পৌরসভা

ফরিদপুর জেলার অর্ন্তগত মধুখালী পৌরসভা ১১ই অক্টোবর ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় । ৯ টি ওয়ার্ডের সমন্বয়ে পৌরসভা গঠিত হয় । পৌর ভবনটি মধুখালী থানার প্রানকেন্দ্রে অবস্থিত । পৌরসভার সর্ব দক্ষিণে মেছরদিয়া মৌজা, উত্তরে ফরিদপুর চিনিকল এলাকা, পশ্চিমে চন্দনা নদী অবস্থিত । এর আয়তন ১২.০০ বর্গ কিলোমিটার । আয়তনে ছোট হলেও এখানে রয়েছে ফরিদপুর চিনিকল এবং আলতু খান জুট মিল। ফরিদপুর জেলা উক্ত চিনিকলের জন্যই বিখ্যাত। বৃটিশ আমল থেকেই এলাকাটি পাটের পাইকারী বাজার হিসাবে পরিচিতি লাভ করে আসছে । মধুখালীতে প্রচুর পরিমানে পাট উৎপাদন হয়। । এখানে আধুনিক মানের মালেকা চক্ষু হাসপাতাল রয়েছে । একানে রয়েছে সরকারী হাসপাতাল । যেখান থেকে মানুষ সহজে চিকিৎসা সেবা পাচ্ছে । এখানে রয়েছে সরকারী আইনউদ্দীন কলেজ। যেখানে ২০১৩ সাল থেকে অনাস শাখা খোলা হয়েছে। ইহার মাধ্যমে দূর দূরান্তের ছাত্র-ছাত্রীরা এখান থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে। পৌর এলাকাটি চিরকালই একটি সাম্প্রদায়ীক ও সৌহার্দপূর্ন সহাবস্থানের জায়গা হিসাবে পরিচিত। মধুখালী পৌরসভার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। রেল ও সড়ক পথের খুবই সহজ যোগাযোগ ব্যবস্থা আছে। সরকারের সার্বিক সহযোগিতা পেলে এটি একটি আধুনিক নগরী হিসেবে পরিচিতি লাভ করতে পারে। কালের বিবর্তনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও জনসংখ্যা বৃদ্ধির কারণে মধুখালী থানাকে ঘিরে অএ এলাকার আশে পাশে ব্যবসা বানিজ্য প্রসার ঘটে। ঘনবসতি গড়ে উঠে। স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সূচনা হয়। এমতাবস্থায় সনাতন ইউনিয়ন পরিষদ ব্যবস্থাপনা দ্বারা এ ধরনের একটি শহর এলাকায় নাগরিক সুবিধা প্রদান করা অনেকটা অসম্ভব হয়ে উঠে। ব্যবসা বানিজ্য সমৃদ্ধ ফরিদপুর বন্দর এর ঘনবসতিপূর্ণ মধুখালী উপজেলার জনগন বিভিন্ন নাগরিক সুবিধা হতে বঞ্চিত ছিল। এলাকার জনগন দীর্ঘদিন যাবৎ মধুখালী উপজেলাকে পৌরসভা গঠনের দাবী জানিয়ে অাসছিল। এরই ধারাবাহিকতায় গত ১১ই অক্টোবর ২০১২ সালে মধুখালী উপজেলাকে পৌরসভা হিসেবে ঘোষনা করা হয়।

সংক্ষিপ্ত ইতিহাস:

ফরিদপুর জেলার অর্ন্তগত মধুখালী পৌরসভা ১১ই অক্টোবর ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় । ৯ টি ওয়ার্ডের সমন্বয়ে পৌরসভা গঠিত হয় । পৌর ভবনটি মধুখালী থানার প্রানকেন্দ্রে অবস্থিত । পৌরসভার সর্ব দক্ষিণে মেছরদিয়া মৌজা, উত্তরে  ফরিদপুর চিনিকল এলাকা, পশ্চিমে চন্দনা নদী অবস্থিত । এর আয়তন ১২.০০ বর্গ কিলোমিটার । আয়তনে ছোট হলেও এখানে রয়েছে ফরিদপুর চিনিকল এবং আলতু খান জুট মিল। ফরিদপুর জেলা উক্ত চিনিকলের জন্যই বিখ্যাত। বৃটিশ আমল থেকেই এলাকাটি পাটের পাইকারী বাজার হিসাবে পরিচিতি লাভ করে আসছে । মধুখালীতে প্রচুর পরিমানে পাট উৎপাদন হয়। । এখানে আধুনিক মানের মালেকা চক্ষু হাসপাতাল রয়েছে । একানে রয়েছে সরকারী হাসপাতাল । যেখান থেকে মানুষ সহজে চিকিৎসা সেবা পাচ্ছে । এখানে রয়েছে সরকারী আইনউদ্দীন কলেজ। যেখানে ২০১৩ সাল থেকে অনাস শাখা খোলা হয়েছে। ইহার মাধ্যমে দূর দূরান্তের ছাত্র-ছাত্রীরা এখান থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে। পৌর এলাকাটি চিরকালই একটি সাম্প্রদায়ীক ও সৌহার্দপূর্ন সহাবস্থানের জায়গা হিসাবে পরিচিত। মধুখালী পৌরসভার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। রেল ও সড়ক পথের খুবই সহজ যোগাযোগ ব্যবস্থা আছে। সরকারের সার্বিক সহযোগিতা পেলে এটি একটি আধুনিক নগরী হিসেবে পরিচিতি লাভ করতে পারে। কালের বিবর্তনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও জনসংখ্যা বৃদ্ধির কারণে মধুখালী থানাকে ঘিরে অএ এলাকার আশে পাশে ব্যবসা বানিজ্য প্রসার ঘটে। ঘনবসতি গড়ে উঠে। স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সূচনা হয়। এমতাবস্থায় সনাতন ইউনিয়ন পরিষদ ব্যবস্থাপনা দ্বারা এ ধরনের একটি শহর এলাকায় নাগরিক সুবিধা প্রদান করা অনেকটা অসম্ভব হয়ে উঠে। ব্যবসা বানিজ্য সমৃদ্ধ ফরিদপুর বন্দর এর ঘনবসতিপূর্ণ মধুখালী উপজেলার জনগন বিভিন্ন নাগরিক সুবিধা হতে বঞ্চিত ছিল। এলাকার জনগন দীর্ঘদিন যাবৎ মধুখালী উপজেলাকে পৌরসভা গঠনের দাবী জানিয়ে অাসছিল। এরই ধারাবাহিকতায় গত ১১ই অক্টোবর ২০১২ সালে মধুখালী উপজেলাকে পৌরসভা হিসেবে ঘোষনা করা হয়।

১। স্থাপিত                                    : ২৬ শে আশ্বিন ১৪১৯ বাং, ‍১১ ই অক্টোবর ২০১২ খ্রিঃ

২। আয়তন                                  : ১২ বর্গ কি.মি.

 

৩। জনসংখ্যা                               :  ৩০০৩২ (পুঃ ১৫৪৮৩, মহিলা-১৪৫৪৯)

৪। ওয়ার্ড                                   : ৯টি

৫। মহল্লা                                    : ১৬টি

৬। মোট খানা                              :

৭। মোট হোল্ডিং সংখ্যা                   :৭৬৬৩

৮। খানার আকার                         :-৫২৭৩

৯। শিক্ষার হার                             :-

 

১০। সাংগঠনিক কাঠামো অনুযায়ীঃ

         পদ সংখ্যা                          : টি

         পুরন কৃত                           : টি

        

১১। পরিচ্ছন্ন কর্মী                          :০৬ জন

১২। মাষ্টার রোল কর্মচারী                 : ২২ জন

১৩। পৌরসভার মোট নিজস্ব আয়ঃ

১৪। রাস্তা                                     :

১৫। ড্রেন                                     :

 

১৬। ব্রিজ কালভার্ট                          - টি

 

১৭। সড়ক বাতি                           ৩৯২  - টি

১৮। পানি সরবরাহ বিষয়ক তথ্যঃ

১৯।  মোট উৎপাদক নলকূপ         - টি

২০।  মোট সংযোগ                   - টি

২১। পানি শোধানাগার                - টি              

২২  উচ্চ জলাধারের সংখ্যা        : টি

২৩। প্রতিদিন গড়ে উৎপাদিত

পানির পরিমান                      - ঘন মিটার

২৪।  পানির কভারেজ                -

২৫। স্ট্রিট হাইড্রেনের সংখ্যা       :-টি            

 

১৯। বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তথ্যঃ

v   ট্রাকের সংখ্যা                ঃ ৪ টি

v   ডাষ্টবিন                       ঃ -১২ টি

v   ট্রান্সফার স্টেশন              ঃ - টি

v   প্রতিদিন উৎপাদিত বর্জ্য    ঃ -৩ টন

v   প্রতিদিন সংগ্রহ করা হয়   ঃ -১.৫ টন

 

২০। স্যানিটেশন বিষয়ক তথ্যঃ

         ১। গণলেট্রিন                     ঃ ৩ টি, কমিউনিটি লেট্রিন - ০৩টি

         ২। সেপ্টিক ট্যাংক সহ লেট্রিন    :  -  টি

 

২১। স্বাস্থ্যঃ

         EPIসেন্টার                         - ১৮টি

         সরকারী হাসপাতাল     - ১ টি

         বেসরকারী হাসপাতাল -১ টি

         ডায়াবেটিক হাসপাতাল - -১ টি

         মাতৃমঙ্গল কেন্দ্র          - - টি

         টিবি ক্লিনিক               - - টি

২১। শিক্ষাঃ

Ø   মোট কলেজ                        ঃ ০২ টি

Ø   মোট উচ্চ বিদ্যালয়                ঃ ০৩ টি

Ø   মাদ্রাসা                              ঃ ১৬ টি

Ø   প্রাথমিক বিদ্যালয়                 ঃ ০৬ টি

Ø   কিন্ডার গার্ডেন                    ঃ ০৭ টি

 

২২। বিনোদনঃ

v  খেলার মাঠ                       ঃ -৮ টি

v  মিলনায়তন                       ঃ - ২টি

v  থিয়েটার হল                     ঃ ২ টি

v  ব্যায়ামাগার                       ঃ - টি

v  সিনেমা হল                       ঃ ১ টি

v  পার্ক                               ঃ - টি (নির্মানাধীন)

 

২৩। ধর্মীয় প্রতিষ্ঠানঃ

v  ঈদ গাহ মাঠ                     ঃ ৪টি (বড়)

v  মসজিদ                           ঃ ৭৪ টি

v  মন্দির                            ঃ ১১ টি

v  গীর্জা                             ঃ ১ টি

v  কবরস্থান                        ঃ -০৭ টি

v  শ্মশান                            ঃ - ০৫টি

 

২৪।    বস্তি ও দরিদ্র বিষয়ক তথ্যঃ

v   মোট বস্তি                      ঃ -০৩ টি

v   মোট পরিবার                  ঃ -১১০টি

v   আয় বিন্যাস                   ঃ  ভিক্ষাবৃত্তি, দিনমজুর, বিভিন্ন ভ্রাম্যমান ব্যবসা, ভ্যান ও বিক্সা চালক ইত্যাদি     

 

মৌজা                                                     ঃ ১৪-টি -

জনসংখ্যা বৃদ্ধির হার                                    ঃ -

জনসংখ্যার ঘনত্ব                                        ঃ - প্রতি বর্গ কিলোমিটার