Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করুন: https://www.upension.gov.bd


উপজেলা প্রশাসনের পটভূমি

প্রশাসনিক এলাকা:

মধুখালী উপজেলায় একটি মাত্র পৌরসভা রয়েছে-

এক নজরে মধুখালী পৌরসভা

১। স্থাপিতঃ ২৬ শে আশ্বিন ১৪১৯ বঙ্গাব্দ, ‍১১ ই অক্টোবর ২০১২ সাল
২। আয়তনঃ ১২ বর্গ কি.মি.
৩। জনসংখ্যাঃ ২৪,০৩২ জন (পুরুষ- ১২,০৪৯, মহিলা- ১১,৯৮৩)
৪। ওয়ার্ডঃ ৯টি
৫। মহল্লাঃ ১৬টি

ফরিদপুর জেলার মধুখালী উপজেলা ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে প্রতিষ্ঠা হয়।

 মুধুখালী উপজেলার উত্তরে বালিয়াকান্দি  উপজেলা, দক্ষিণাংশে মাগুরা সদর ও বোয়ালমারি উপজেলা, পশ্চিমে বালিয়াকান্দিও শ্রীপুর  উপজেলা, পূর্বে ফরিদপুর সদর উপজেলা। পূর্বে গোয়ালন্দ মহকুমার অধীনে ছিল। পরবর্তীতে ফরিদপুর জেলার একটি উপজেলা হিসাবে এর যাত্রা শুরু হয়।

এ উপজেলার নামকরণ নিয়ে  ভিন্ন মত প্রচলিত আছে। এক সময় এখানে প্রচুর মধু পাওয়া যেত এজন্য এ উপজেলার নাম মধুখালী হয়েছে বলে জানা যায়।