Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মধুখালীতে গণপিটুনিতে অটোরিকশা চোর নিহত
বিস্তারিত

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের এলাহীপুর গ্রামের আজ রবিবার ভোররাতে একটি মাঠের মধ্যে অটো চুরি করে পালানোর সময় গণপিটুনিতে এক অটোরিকশা চোর নিহতের ঘটনা ঘটেছে বলে মধুখালী থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে। নিহত ওই অটো চোরের নাম মনির হোসেন নুরু (৩৮), বাবা ফেলু শেখ। বাড়ি ফরিদপুরের সদর উপজেলার করিমপুর এলাকায়। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন। 

মধুখালী থানা পুলিশ ও জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক আলী জানান, আজ রবিবার ভোররাতে ইউনিয়নের এলাহিপুর গ্রামের বাবু শেখের বাড়ি থেকে শিকল কেটে অটো নিয়ে নিয়ে পালানোর সময় স্থানীয় কয়েক গ্রামের লোক চারদিকে ঘিরে এলাহিপুর একটি মাঠের মধ্যে চোরকে ধরে গণপিটুনি দিয়ে ফেলে রেখে যায়। লোকজনের চিৎকার শুনে স্থানীয় চৌকিদার সমীর কুমার দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে মধুখালী থানাকে অবহিত করে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. সাজেদুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, একটি অটো চুরি করে পালানোর সময় জনতার পিটুনিতে তার মৃত্যু হয়েছে। একটি হত্যা মামলা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
06/01/2020
আর্কাইভ তারিখ
24/03/2020