বিদ্যালয়টি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত।বিদ্যালয় কোড নং ৫০৪৬, থানা কোড নং ২১৫, জেলা কোড নং ২৬, ইআইআইএন - ১০৮৮৩৪,ছাত্রচাত্রী সংখ্যা ৬৪৯ জন।দুই কক্ষ বিশিষ্ট একটি ভবন ও আধাপাকা আই আকারের ১৩ আরো একটি ঘর রয়েছে।
মাহমুদুন নবী উচ্চ বিদ্যালয়টি ১৯৯৩ সালে বেলেশ্বরসহ পার্শ্ববর্তী গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় উদার মনের অধিকারী সৃজনশীল ব্যক্তিত্ব সম্পন্ন দাতা কর্গের জমি দানের মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য যে, মধুখালী খানার ব্যাসদী গ্রামের দানবীর মরহুম মাহমুদুন নবী এর নগদ আর্থিক অনুদানের কারনে তার নামানুসারে বিদ্যালয়টির নামকরন করা হয়।এছাড়াও প্রতিষ্ঠা লগ্ন হতে অদ্যাবধি ম্যানেজিং কমিটির জনাব আলহাজ্ব গোলাম মাইনুদ্দিন মুনীর যার নগদ আর্থিক অনুদান, শ্রম, মেধা ও মননশীলতার মধ্য দিয়ে দ্রুততম সময়ে বিদ্যালয়টিকে একটি গৌরবজনক স্থানে দাড় করানো সম্ভব হয়েছে। এছাড়াও স্থানীয় উদার মনের অধিকারী শিক্ষায অনগ্রসর পশ্চাদপদ এলাকাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সাহায্য হিসেবে অনেকেই এককালিন নগদ অর্থ জমি দানের মাধ্যমে বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ ভূমিকা রেখেছেন্ প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে এত ঝাক মেধাবী উদ্যমী শিক্ষিত যুবকদের সৃজনশীল মন দিয়ে শিক্ষার আলো প্রসারের কাজে নিজেদেরকে নিয়োজিত করে বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা দান করেছে।
নাম | পদবী | গ্রাম | মোবাইল নং |
আলহাজ্ব গোলাম মাইনুদ্দিন মুনীর | সভাপতি | বেলেশ্বর | 01711536305 |
মোস্তাফিজুর রহমান | অভিভাবক সদস্য | লক্ষীনারায়নপুর | 01735178667 |
রিপন মোল্যা | ” | ” | 01734665818 |
আ; রহিম শেখ | ” | ” | 01716976544 |
স্বপন কুমার দাস | ” | কৈজুরী | 01914017802 |
আলেয়া বেগম | মহিলা ” | লক্ষীনারায়নপুর | 01756731210 |
মো: সিরাজুল ইসলাম | কো-অপ্ট সদস্য | জগন্নাথদী | 01714775995 |
কালিপদ পাল | শিক্ষক প্রতিনিধি | বেলেশ্বর | 01713573214 |
আব্দুস সাত্তার শেখ | ” | ” | 01730693777 |
আমেনা খাতুন | মহিলা “ | ব্যাসদী | 01767922800 |
মো: সফিকুর রহমান | প্রধান শিক্ষক ও সদস্য সচিব | ধোপাগাতী | 01761514085 |
জেএসসি পরীক্ষার ফলাফল
সাল | মোট পরীক্ষার্থী | মোট উত্তীর্ন | পাশের হার |
২০১০ | ৮৫ | ৭৩ | ৮৬% |
২০১১ | ৯৭ | ৯২ | ৯৪.৮৪% |
২০১২ | ১১৩ | ১০৬ | ৯৩.৮০% |
২০১৩ | ১৩৪ | ১২৯ | ৯৬.২৬% |
এসএসসি পরীক্ষার ফলাফল
সাল | মোট পরীক্ষার্থী | মোট উত্তীর্ন | পাশের হার |
২০১০ | ৩৪ | ৩৩ | ৯৭.০৫% |
২০১১ | ৫৪ | ৪৭ | ৮৭.০৩% |
২০১২ | ৬১ | ৬০ | ৯৮.৩৬% |
২০১৩ | ৭৫ | ৭৫ | ১০০% |
২০১৪ | ৮২ | ৮১ | ৯৮.০৮% |
) ডা: পূর্ন চন্দ্র দাস , এম,বি,বি,এস, এফ,সি,পি,এস
) রুপকুমার হালদার, পুলিশ কর্মকর্তা
) অংকুর কুমার ভট্টাচার্য্য, ঐ
) সঞ্জিব কুমার জোয়াদ্দার ঐ
) কল্যানী রানী বৈদ্য প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়,উদয়পুর,রাজবাড়ী
) অমৃত পত্তরনদার, ব্যাংক কর্মকর্তা
) মো: আসাদুজ্জামান ঐ
) বিপ্লব সাহা প্রকৌশলী
) বিষ্ণুপদ সাহা ঐ
অদূর ভবিষ্যতে বিদ্যালয়টিকে কলেজিয়েট স্কুলে রুপান্তরিত করার পরিকল্পনা রয়েছে।
মধুখালী উপজেলা থেকে ১০ কি;মি: উত্তর পূর্ব দিকে পাকা রাস্তা সংলগ্ন বেলেশ্বর বাজারের পাশ্বে অবস্থিত। যাতায়াতের মদ্যম রিক্সা, ভ্যান, অটো, ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস