বিদ্যালয়টি ২০০১ সনে প্রতিষ্ঠিত। বিদ্যায়ের কোড নম্বর এখনো পাওয়া যায় নাই। থানাঃ মধুখালী কোড -২১৫, জেলাঃ ফরিদপুর কোড-২৬। বিদ্যালয়ের ইআইআএন নং- ১০৮৮৪০। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা ১৫০ জন। টিন সেড ভবন। ৫ জন শিক্ষক শিক্ষিকা। ১ টি পাঠাগার।
বর্তমান বিদ্যালয়টিতে প্রায় ১৫০ জন ছাত্র/ছাত্রী অধ্যায়নরত এবং ১৫ জন শিক্ষক শিক্ষিকা কর্মরত প্রকৃত পক্ষে বিদ্যালয়টির গোড়াপত্তন হয়েছিল ২০০১ সালে বিদ্যালয়ের র্বািষক অক্ষর এ প্রকাশিত শিক্ষাক্ষেত্রে যার দান শিরোনামে হতে জানা যায়।
ক্রমিক নং নাম পদবী ঠিকানা মোবইল নং
1. জনাব মোঃ কেয়ারুল ইসলাম প্রতিষ্ঠাতা সভাপতি চরগয়েশপুর 01712-305082
জে.এস.সি
সন পাশের হার/বিবরণ
২০১৩ ৮৯%
1। মোঃ ইমরুল কায়েচ (এস.এস.সি ও এইচ.এস.সি উভয় পরীক্ষায় জি.পি.এ-5)
2। মোঃ নাজিম বিশ্বাস (এস.এস.সি ও এইচ.এস.সি উভয় পরীক্ষায় জি.পি.এ-5)
3। মোঃ জান্নাত আলী (এস.এস.সি ও এইচ.এস.সি উভয় পরীক্ষায় জি.পি.এ-5)
4। মোঃ ফয়সাল মেহেদী (এস.এস.সি ও এইচ.এস.সি উভয় পরীক্ষায় জি.পি.এ-5)
পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে রুপান্তর এবং এম.পি.ওভূক্ত করণ। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি। দক্ষ শিক্ষক নিয়োগ। পাশের হার শতভাগে উন্নিত করন।পাশের মান আরো উন্নত করা। ভৌত অবকাঠামো ও আসবাবপত্রের উন্নয়ন সুবিধাজনক স্থানে বিদ্যালয়টি স্থানান্তর।
ফরিদপুর জেলার মাধুখালী উপজেলার ১ নং কামারখালী ইউনিয়নের অন্তভূর্ক্ত। কামারখালী বাজার হতে ভ্যান যোগের পাকা-কাঁচা রাস্তা দিয়ে গড়াই-মধুমতি নদীর পাড় দিয়ে এবং নদী পাড় হয়ে সুবিশাল চর পাড়ি দিয়ে প্রায় ৬ কি.মি রাস্তা পাড় হয়ে চরগয়েশপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পৌছানো যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস